স্বপ্না, সাগরিকা ও পোহাতিরা এখন জাতীয় দলের পরিচিত মুখ
প্রথমদিকে খেলোয়াড়দের জন্য ছিল না কোনো বুট, জার্সি কিংবা বল। খালি পায়ে, পুরোনো জামা গায়ে অনুশীলন হত প্রতিদিন। নিজের বেতন দিয়ে এসব খরচ চালাতেন তাজুল ইসলাম। মাঠে মাটি সমান করে, কাঠের খুঁটি বসিয়ে গোলপোস্ট বানানো হত। ধীরে ধীরে গ্রামের লোকেরা পাশে দাঁড়াতে শুরু করেন।